শিরোনাম
সিলেট তামাবিল মহাসড়কে দুর্ঘটনা রোধে যুবকদের কর্মসূচী অব্যাহত
প্রকাশ : ০৬ মে ২০২১, ০৯:৫৩
সিলেট তামাবিল মহাসড়কে দুর্ঘটনা রোধে যুবকদের কর্মসূচী অব্যাহত
জৈন্তাপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট তামাবিল মহাসড়কে সড়কে দুর্ঘটনা রোধে জৈন্তিয়া প্রবেশ গেইটে স্থানীয় যুবকের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচী অব্যাহত রয়েছে।


সোমবার থেকে শুরু হওয়ায় চলমান কর্মসূচী অব্যাহত রেখে তারা তৃতীয় দিনের মতো (৬ মে বৃহস্পতিবার) জৈন্তিয়া প্রবেশ গেইট ঘাটেরচটি আইসক্রিম ফ্যাক্টর এলাকায় গাড়ি থামিয়ে প্রতি গাড়ির ড্রাইভারদের সর্তকতা অবলম্বন করে গাড়ি চালাতে পরামর্শ ও তাদেরকে চকলেট দিচ্ছে। পাশাপাশি যাদের চোখ দেখে ঘুমন্ত মনে হচ্ছে তাদের চোখ-মুখে পানি দিয়ে ধুয়ে দেয়া হচ্ছে।


তাদের এমন উদ্যোগেকে স্বাগত জানিয়ে সমাজের সামাজিক রাজনৈতিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির মানুষ তাদের কাজের প্রশংসা করে তাদের কর্মসূচীতে অংশগ্রহণ করছেন।


আজকের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিলেট মহান নগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জাগিরদার, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি ডিগ্রি কলেজর ইংরেজি বিভাগের প্রভাসক হুসেইন রাফি আম্বিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য বাদশাহ মিয়া, সাংবাদিক জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, আবু হুরায়রা, শিপন, মুন্না, সেলিম, নাহিদ ছাব্বি, মিছবা, রুবেল, আশরাফ, হোসেন, সোহেল ,ইমন, জাবলু প্রমুখ।


উল্লেখ্য গত (২ মে) রবিবার জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে ৩টি সড়ক দুর্ঘটনায় ৯ জন ও খাদিমপাড়া ইউনিয়নের জালাল নগরে ১ জনের মৃত্যু হয়। এসব সড়ক দুর্ঘটনায় মহিলা শিশুসহ ১০ জনের প্রাণহানী হয়। এবং দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুত্ব অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


বিবার্তা/জাহিদুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com