শিরোনাম
পাচারকালে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৫০ কেজি চাল জব্দ
প্রকাশ : ০৬ মে ২০২১, ০৯:০৯
পাচারকালে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৫০ কেজি চাল জব্দ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জের আজমেরীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৪৫০ কেজি চাল জব্দ করা হয়েছে।


বুধবার (৫ মে) রাতে উপজেলা নির্বাহী অফিসার অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন। তবে অভিযানের খবরে চাল ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।


জেলা প্রশাসনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার জানান, উপজেলার বদলপুরে বুধবার রাতে প্রতি বস্তায় ১৫ কেজি করে ৩০ বস্তায় ৪৫০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল ঠেলাগাড়িতে করে পাচার হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। খবর পেয়ে পাচারকারীরা চাল ফেলে পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত পরিত্যক্ত অবস্থায় চালগুলো জব্দ করে।


অভিযানে সহযোগিতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার। পরে এসব চাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের জিম্মায় দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। একই সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারে কে বা কারা জড়িত এ বিষয়ে স্থানীয়ভাবে তদন্তে বদলপুর ইউপি চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরীকে নির্দেশ দেয়া হয়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com