শিরোনাম
মুন্সীগঞ্জে যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
প্রকাশ : ০২ মে ২০২১, ১৪:৩৮
মুন্সীগঞ্জে যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জ জেলা যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে ৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার (২ মে) বেলা ১১টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যাত্রীবাহি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ বিভিন্ন পরিবহন শ্রমিক।


বিক্ষোভ মিছিলে তারা দাবী জানান, স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে। সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। সারা দেশে বাস ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে ওএমএসের চাল দিতে হবে।


এ সময় হাসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন ও সিরাজদিখান থানা পরিদর্শক (অপারেশন) সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন যাতে মহাসড়কে যানচলাচলে কোন প্রকার বিঘ্ন না ঘটে।


বিবার্তা/তারিকুল/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com