শিরোনাম
ফটিকছড়িতে ১ হাজার পরিবার পেল 'প্রধানমন্ত্রীর উপহার'
প্রকাশ : ২০ এপ্রিল ২০২১, ১৮:০০
ফটিকছড়িতে ১ হাজার পরিবার পেল 'প্রধানমন্ত্রীর উপহার'
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের ফটিকছড়িতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া এক হাজার পরিবারকে ‘প্রধানমন্ত্রীর উপহার’ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।


মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পারিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীনদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন ও সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ উপস্থিত ছিলেন।


ইউএনও সায়েদুল আরেফিন জানান, চলমান লকডাউনে কর্মহীন ও হতদরিদ্র পরিবারগুলো যাতে খাদ্যাভাবে কষ্ট না পায়, সেজন্য সহায়তার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় মাননীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নির্দেশনায় ফটিকছড়িতে প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনার ৩০০ এবং উপজেলা পরিষদের মাধ্যমে ৭০০ সহ মোট এক হাজার পরিবহন শ্রমিক, দিনমজুর ও কর্মহীন পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।


বিবার্তা/ফয়সাল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com