শিরোনাম
নালিতাবাড়ী সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিকে হস্তান্তর
প্রকাশ : ১১ এপ্রিল ২০২১, ১১:৫৪
নালিতাবাড়ী সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিকে হস্তান্তর
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের শর্তে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ এপ্রিল) বিকালে ওই দুইজনকে হস্তান্তর করা হয়।


আটকের পর ভারতীয় ওই দুই নাগরিগকে ফেরত পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল।


জানা গেছে, শনিবার সকালে উপজেলার সীমান্ত এলাকার কালাকুমা গ্রামে ভারতীয় দুইজন নাগরিক অবৈধভাবে ঘোরাঘুরি করছিল। এসময় রামচন্দ্রকুরা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ওমর ফারুকসহ তার সঙ্গীয়রা তাদেরকে আটক করে।


আটককৃতরা হলো- কাবিল মিয়া ও সিদ্দিক আলী। তাদের উভয়ের বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার মানকা থানার কাত্রিপাড়াসএলাকার ডাকাইর গ্রামে।


এসময় তাদের কাছ থেকে দুটি এনআইডি কার্ড, একটি ব্যাংকের এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।


বিবার্তা/মনির/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com