দৌড়ে জিপিএসে আঁকলেন ‘স্টিক ম্যান’
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১১:০৯
দৌড়ে জিপিএসে আঁকলেন ‘স্টিক ম্যান’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কানাডার ডানকান ম্যাকক্যাব দৌড়াতে ভালোবাসেন। দৌড়ানোর সময় তিনি ‘জিপিএস’ চালু রাখেন। তাতে নগরীর কোন পথ দিয়ে তিনি দৌড়াচ্ছেন, তা আনলাইন ম্যাপে দেখা যায়।


প্রতিবার তিনি যে পথ দৌড়ান, তাতে অনলাইন ম্যাপে একেকটি ‘স্টিক ম্যান’ তৈরি হয়।


এভাবে প্রতিদিন নিজের দৌড়ের অনলাইন ম্যাপ একত্র করে ডানকান ভিডিও বানিয়ে ফেলেন। এরপর সেটি পোস্ট করে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর ভিডিও দেখে মনে হয়, অনলাইন ম্যাপে একজন ‘স্টিক ম্যান’ নাচানাচি করছে।


‘স্টিক ফিগার আর্ট’ আঁকার একটি ধরন। সোজা সোজা দাগ দিয়ে নানা আকৃতি ফুটিয়ে তোলাকে স্টিক ফিগার আর্ট বলে।


ডানকানের পোস্ট করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ‘এক্স’–এ আড়াই লাখের বেশিবার দেখা হয়েছে। ছোট ভিডিওর প্ল্যাটফর্ম টিকটকে ৯০ লাখের বেশিবার সেটি দেখা হয়েছে।


ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘টরন্টোর রাস্তায় স্ট্রাভা আর্ট অ্যানিমেশন। এটির জন্য আমাকে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১২১ বার দৌড়াতে হয়েছে।’


শারীরিক কসরত ট্র্যাকিংয়ের জন্য যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অ্যাপ স্ট্রাভা। যাঁরা দৌড়ান বা সাইকেল চালান, তাঁরা এই অ্যাপ ব্যবহার করেন। তাঁদের কেউ কেউ রীতিমতো ছক কষে রাস্তা ঠিক করেন। তারপর সেই পথে দৌড়ে বা সাইকেল চালিয়ে যান। এতে তাঁদের জিপিএস ম্যাপে বিচিত্র সব স্টিক ফিগার আর্ট ফুটে ওঠে।


ডানকানও রীতিমতো ছক কষে তাঁর দৌড়ের পথ ঠিক করেছেন। তিনি নিজেই সে কথা জানিয়ে বলেন, ‘অ্যানিমেশনে ব্যবহার করার জন্য ছয় মাস ধরে আমি স্টিক ম্যানের মাথার লাইন ঠিক করেছি। মাথার টুপির অংশটুকু বাড়তি সৃজনশীলতা যোগ করেছে। ফ্রেমে আমার স্টিক ম্যানের আকার এক হতেই হতো। ১০ মাস ধরে আমি এই ম্যাপ তৈরি করেছি।’


ভিডিওটি ভাইরাল হওয়ার পর যাঁরা নিয়মিত দৌড়ান তাঁদের এবং সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছেন ডানকান।


ডানকানের দৌড়ে দৌড়ে জিপিএস ম্যাপে আঁকাআঁকি অবশ্য নতুন নয়। গত বছর তিনি টরন্টোর রাস্তায় ৭০০ কিলোমিটার পথ দৌড়ে নানা প্রাণীর অ্যানিমেশন চিত্র তৈরি করেছিলেন। সেগুলো মধ্যে ছিল ডাইনোসর, জিরাফ, তিমি ও একটি হাঙর।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com