১১২৩টি গাছ জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড!
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ১৫:৫৭
১১২৩টি গাছ জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

১ ঘণ্টায় ১ হাজার ১২৩টি গাছ জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড গড়েছেন ঘানার যুবক আবুবকর তাহিরু। ২৯ বছরের আবুবকরের দখলে বিশেষ একটি রেকর্ড রয়েছে।


আবুবকরের এ বিশ্ব রেকর্ড নিয়ে গিনেস বুকের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে ফরেস্ট্রিতে পড়াশোনা করেন আবুবকর। আলাবামার টাস্কেগি জাতীয় বনাঞ্চলে এ রেকর্ড গড়েন তিনি।


ঘানার টেপা এলাকায় আবুবকরের বাড়ি। তাঁর সম্প্রদায়ের মানুষেরা প্রধানত কৃষিজীবী। তাই প্রকৃতি, গাছ, বনের সঙ্গে আবুবকরের ঘনিষ্ঠতা শৈশব থেকেই। পড়াশোনার জন্যও বেছে নিয়েছেন প্রকৃতিঘেঁষা একটি বিষয়।


এর আগে আবুবকর আলাবামার অবার্ন ইউনিভার্সিটি থেকে ফরেস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। একপর্যায়ে বিশ্ব রেকর্ড গড়ার ঝোঁক চাপে তাঁর। বেছে নেন গাছ জড়িয়ে ধরার মতো অপ্রচলিত একটি বিষয়।


ইচ্ছা অনুযায়ী আলাবামার জাতীয় বনাঞ্চলে ছুটে যান আবুবকর। দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরেন বড় বড় সব গাছ। ১, ২, ১০ কিংবা ২০টি নয়; আবুবকর একে একে ১ হাজার ১২৩টি গাছ জড়িয়ে ধরেছেন। এতে সময় নেন মাত্র এক ঘণ্টা।


নির্ধারিত ওই এক ঘণ্টায় একটি গাছ একাধিকবার জড়িয়ে ধরেননি আবুবকর। একটি গাছ জড়িয়ে ধরার পর দ্রুত জায়গা বদল করেছেন। পাশের অন্য একটি গাছের সামনে ছুটে গিয়ে সেটি জড়িয়ে ধরেছেন। সেটি ছেড়ে আবার পরের গাছের কাছে গেছেন। এভাবেই বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলেছে, নতুন বিশ্ব রেকর্ড গড়তে আবুবকরকে ১ ঘণ্টায় ন্যূনতম ৭০০ গাছ জড়িয়ে ধরতে হতো। কিন্তু তিনি সহজেই সে লক্ষ্য ছাড়িয়ে যান। প্রতি মিনিটে ১৯টি গাছ জড়িয়ে ধরেছেন আবুবকর। গাছ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়াতে তিনি এমন উদ্যোগ নিয়েছেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com