
স্যান্ডউইচ খুবই মজার একটি খাবার বিশেষ করে বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে থাকে। সকালের কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও খেয়ে থাকে। মজাদার এবং স্বাস্থ্যকর এই খাবারটি বানাতে আমরা সাধারণত মাংস, ডিম বা মাছও দিতে দেখি। কিন্তু এবার জানুন ভিন্ন একস্যান্ডউইচ এর কথা যা বানানো হয়আইসক্রিম, পনির ও চকলেট দিয়ে।
গুজরাটের একটি দোকানে স্যান্ডউইচ বানানো হচ্ছে, আইসক্রিম দিয়ে। ব্রেডের সাথেআইসক্রিম, পনির ও চকলেট। এরকম একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গুজরাটের ভাবনগরে হিতেশ স্যান্ডউইচ নামে একটি স্টলে দেখা যায়, হার্টের আকারে ব্রেডকে কাটা হচ্ছে। তারপর তাতে বাটার, জ্যাম, চকোলেট ও পনির দেওয়া হচ্ছে। এবং আশ্চর্যের ব্যাপারে একটি আইসক্রিমকে কেটে টুকরো টুকরো করেও তাতে দেওয়া হচ্ছে। এমন অদ্ভুত স্যান্ডউইচ কখনও দেখেছেন কী। খেয়েও দেখতে পারেন, যেতে হবে গুজরাট!
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]