ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৩
ওয়েস্ট ইন্ডিজকে ২৯৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৯৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।


সেন্ট কিটসে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য জাতীয় দলের জার্সিতেও ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৯ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।


সৌম্যের বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। রোমারিও শেফার্ডের শিকার হওয়ার আগে ৭ বলে ২ রান করেছেন লিটন। মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে উইকেট মেরামত করতে থাকা তানজিদ হাসান ৬০ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। অধিনায়ককে বেশিদূর সঙ্গ দিতে পারেননি আফিফ। দলীয় ১৯৮ রানে সাজঘরে ফেরেন তিনি।


তবে দায়িত্বশীল ব্যাটিং উপহার দিয়ে ১০১ বলে ৭৪ রান নিয়ে ক্রিজ ছাড়েন মেহেদি মিরাজ। মাহমুদুল্লাহ রিয়াদ-জাকের আলী জুটি সমান তালে রান বাড়ানোর চেষ্টায় ছিলেন। ৪৩ বলে ফিফটি তুলে নেন মাহমুদুল্লাহ। ৪০ বলে ৪৮ রানে সাজঘরে ফেরেন জাকের। পরে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৯৪ রানের পুঁজি পায় বাংলাদেশ।


ক্যারবিয়দের হয়ে শেফার্ড নেন তিন উইকেট। আর দুটি উইকেট তুলে নেন জোসেফ। সিয়েলস পান একটি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com