দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় দুই দল মাঠে নেমেছে।
৮ ডিসেম্বর, রবিবার এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ।
এদিন সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে অধিনায়ক মিরাজ বলেছেন, আমি প্রথমে ব্যাট করতে চাই। উইকেট ভালো মনে হচ্ছে। আমরা যদি ২৮০-এর মতো রান করতে পারি, তাহলে ভালো হবে।
চোটের কারণে মূল অধিনায়ক শান্তই নন, অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয়কেও এই সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। টসের সময় অবশ্য তরুণ দল নিয়েই এই সিরিজে কিছু করে দেখানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি, আলজারি জোসেফ, জায়দেন সিলস।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]