অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথমে ফিল্ডিংয়ে নেমে পাকিস্তানকে ১১৬ রানেই বেঁধে ফেলে যুবারা। ১১৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক তামিমের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে ৭ উইকেট এবং ১৬৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে ভিড় করে লাল-সবুজের প্রতিনিধিরা।
৬ ডিসেম্বর, শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন মারুফ মৃধা।
দুই ওপেনারকেই খালি হাতে ফেরান এই পেসার। এরপর অবশ্য অধিনায়ক সাদ বাইগকে নিয়ে হাল ধরেন মুহাম্মদ রিয়াজউল্লাহ। ৪২ রানের জুটিতে প্রতিরোধও গড়েন।
এই প্রতিরোধ ভাঙেন ইমন। বাইগকে ফিরিয়ে ভাঙেন জুটি। ৩০ রানের ব্যবধানে আরও তিনটি উইকেট তুলে নেন যুব টাইগাররা। ৭৯ রানে ৬ উইকেট হারানো পাকিস্তান দলের হাল ধরেন ফারহান ইউসুফ ও ফাহাম-উল-হক। তবে তাদের জুটি ৩৪ রানের বেশি বড় হতে দেননি দেবাশিস দেবা। আউট করেন ফারহানকে। এরপর ফাহাম এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে ধস নামিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন ইমন।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন ফারহান। ৩২ বলে ১টি চার ও ৩টি ছক্কায় এই রান করেন তিনি। ৬৫ বলে ২টি চারের সাহায্যে ২৮ রান করেন রিয়াজউল্লাহ। বাইগের ব্যাট থেকে আসে ১৮ রান। বাংলাদেশের পক্ষে ২৪ রানের খরচায় ৪টি উইকেট নিয়ে সেরা বোলার ইমন। মারুফের শিকার দুটি।
লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২০ রানেই ফিরে যান কালাম সিদ্দিকি। দলের রান ২০ হলেও সেখানে কোনো অবদানই ছিল না কালামের। ফিরে যান খালি হাতে। এরপর দ্রুত ফিরে যান জাওয়াদ আবরারও। ২৭ রানে দুই উইকেট হারানো বাংলাদেশের হাল শিহাব জেমসকে নিয়ে ধরেন আজিজুল। স্কোরবোর্ডে ৫৭ রান যোগ করেন এ দুই ব্যাটার। তাতেই জয়ের ভিত পেয়ে যায় যুবারা।
এরপর জেমস ফিরে গেলে বাকি কাজ রিজান হোসেনকে নিয়ে শেষ করেন আজিজুল। আগ্রাসী ব্যাটিংয়ে ৪২ বলে ৬১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনাক। নিজের ইনিংসটি সাজান ৭টি চার ও ৩টি ছক্কায়। জেমসের ব্যাট থেকে আসে ২৬ রান। জাওয়াদ করেন ১৭ রান।
বোলিংয়ে পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন নাভিদ খান, আলি রাজা এবং ওমর জায়িব।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]