ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল আয়ারল্যান্ড নারী দল। তবে প্রথম টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ালো আইরিশ মেয়েরা। ফলে এই ম্যাচে টাইগ্রসদের ১২ রানে হারিয়েছে আয়ারল্যান্ড।
৫ ডিসেম্বর, বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে পারে বাংলাদেশ।
এদিন আয়ারল্যান্ডের গ্যাবি লেইস ও লিয়াহ পলের ১০৭ রানের জুটির পাল্টা জবাব দিয়েছেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সোবহানা মুস্তারি। তারা প্রথম ১২ ওভারে ১০৩ রানের জুটি গড়েন। কিন্তু লোয়ারে ভালো ব্যাট করতে না পারায় শেষ পর্যন্ত ১২ রানে হারতে হয়।
আগে ব্যাট করতে নেমে আইরিশ ওপেনার লেইস খেলেন ৪২ বলে ৬০ রানের ইনিংস। তার ব্যাট থেকে সাতটি চার ও দুটি ছক্কা আসে। ৪৫ বলে ৭৯ রান করেন পল। ১০টি চারের শটের সঙ্গে দুটি ছক্কা হাঁকান চারে নামা এই ব্যাটার। জবাবে বাংলাদেশ ৭ উইকেটে ১৫৭ রান করে থেমেছে।
বাংলাদেশ দলের হয়ে ওপেনার দিলারা ৪১ বলে ৪৯ রান করেন। দুটি করে চার ও ছক্কা মারেন তিনি। সোবহানা মোস্তারি ৩৫ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। তিনটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে। এছাড়া শারমিন আক্তার ২৩ ও তাজ নেহার ১৯ রান করে আউট হন।
বোলিংয়ে বাংলাদেশ নারী দলের হয়ে জাহানারা আলম ৩৫ ও জান্নাতুল ফেরদৌস ৪০ রান দিয়ে ১টি করে উইকেট নেন। ফারিহা তৃষ্ণা ৪ ওভারে ৩২ রান দিয়ে নেন ১ উইকেট। নাহিদা ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট দখল করেন। আয়ারল্যান্ডের অর্লা প্রিন্ডারগাস্ট ২৪ রানে ৩টি ও আরলিনি কেলি ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
৪৫ বলে ৭৯ রান করা পল হয়েছেন ম্যাচসেরা।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]