বিরতির পর ক্লাব ফুটবলের আবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা। এ মাসেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসির আর্জেন্টিনা প্রথমটি খেলবে ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে। তবে এই ম্যাচের জন্য একটি নিয়ম বেঁধে দিয়েছে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন।
এস্তাদিও দেফেনসোরেস দেল চাকোতে ১৫ নভেম্বর প্যারাগুয়ে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। তবে এই ম্যাচে স্বাগতিক গ্যালারিতে যেন আর্জেন্টিনার জার্সি দেখা না যায়, সেই ব্যবস্থা নিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন।
পুরো বিশ্বে মেসির অসংখ্য সমর্থক। প্যারাগুয়েতেও আছে। আর প্রিয় খেলোয়াড়কে দেখতে তার জার্সি পরে মাঠে যাবে সমর্থক এটা স্বাভাবিক। তবে সমর্থকের গায়ে থাকতে পারে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ‘১০ নম্বর’ জার্সি। এমনটাই সতর্ক বার্তা দিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন।
ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফের্নান্দো ভিলাসবোয়া বলেছেন, 'আমরা ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছি যে, স্থানীয় গ্যালারিতে প্যারাগুয়ে ছাড়া অন্য জার্সি পরে প্রবেশ করা যাবে না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা সেখানে থাকতে পারবেন না।
শুধু আর্জেন্টিনা নয়, মেসি ‘১০ নম্বর’ জার্সিও গায়ে জড়ানো যাবে না। মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। এই ক্লাবের ‘১০ নম্বর’ জার্সি গায়েও স্বাগতিক গ্যালারিতে প্রবেশ করা যাবে না। মূলত, স্টেডিয়ামে মেসি-ম্যানিয়া কমাতেই এই নির্দেশনা।
ভিলাসবোয়া বলেছেন, 'এটা কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নয়। আমরা সব ফুটবলারের ক্যারিয়ারকে খুব সম্মান করি। এটি কেবল আমাদের হোম সুবিধার জন্য, যেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।'
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]