৭ ম্যাচ জয়ের পর বার্সেলোনার হার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৫:০১
৭ ম্যাচ জয়ের পর বার্সেলোনার হার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি মৌসুমে লা লিগার টেবিলে দাপট দেখানো বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল সোসিয়েদাদ। এর ফলে, সব ধরনের প্রতিযোগিতায় টানা ৭ ম্যাচ জয়ের পর অবশেষে হারের তিক্ত স্বাদ পেল বার্সা। লা লিগায় চলতি মৌসুমে এটি কাতালানদের দ্বিতীয় হার।


রবিবারের আগে বার্সা সর্বশেষ হেরেছিল ২৯ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুার বিপক্ষে। প্রায় দেড় মাস পর আবার হারের মুখ দেখলো হানসি ফ্লিকের শিষ্যরা।


বার্সার হারে জমে উঠেছে লা লিগায় পয়েন্ট টেবিলের লড়াই। শীর্ষে থাকা বার্সা ও রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান নয় থেকে ছয়ে নেমে এসেছে। যদিও রিয়াল এক ম্যাচ কম খেলেছে। ১৩ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৩। পরের ম্যাচ জিতলে রিয়ালের পয়েন্ট হবে ৩০। এতে ব্যবধান নেমে আসবে তিনে।


চলতি মৌসুমে সবচেয়ে অ্যাটাকিং ফুটবল খেলা ক্লাব বার্সেলোনা এই হারের দিনে ওসাসুনার মাঠে একটি শটও লক্ষ্যে নিতে পারেনি। ইনজুরির কারণে এই ম্যাচে ছিলেন না বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগে গেল বুধবারের ম্যাচে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে খেলতে নেমে চোট পান তিনি।


ওসাসুনার জালে বার্সা বল জমা করেছিল ১৩ মিনিটে। কিন্তু রবার্ট লেওয়ানডস্কির গোলটি ভিএআরে বাতিল হয়ে যায়। পোল্যান্ড ফরোয়ার্ডকে অফসাইডের ফাঁদে ফেলে স্বাগতিকরা।


ম্যাচের একমাত্র গোলটি হয় ৩৩ মিনিটে। বার্সার অফসাইড ফাঁদ এড়িয়ে সফল হন সোসিয়েদাদের শেরাল্ডো বিকার। ডাচ ফরোয়ার্ডের গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।


এরপর আরও তিনবার গোল্ড চান্স পান বিকার। তবে কাজে লাগাতে পারেনি ওসাসুনা ফরোয়ার্ড। বার্সার অগোছালো রক্ষণের সুযোগে বারবার আক্রমণে আসে স্বাগতিকরা। তবে তারা ব্যবধান বাড়াতে পারেননি।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com