দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলতে সোমবার বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। তবে এই সিরিজের পরই ব্যস্ততা শেষ হচ্ছে না টাইগারদের। চলতি মাসেই ২টি টেস্ট ও ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ দল। তবে টেস্ট দল আগেই রওনা দিবে।
২২ নভেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজ সামনে রেখে টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে ইনজুরির কারণে থাকছেন না দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। দলের নেতৃত্বে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এ ছাড়া প্রোটিয়া সফরে জাতীয় দলে ডাক পাওয়া হাসান মুরাদ রয়েছেন।
বাংলাদেশের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহকারী অধিনায়ক), তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]