চার ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬১ রানে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ তে এগিয়ে গিয়েছিল সফরকারী ভারত। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিকরা।
১০ নভেম্বর, রোববার পোর্ট এলিজাবেথে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারেনি ভারত। জবাবে সাত উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।
নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। তবে ত্রিস্টান স্টাবসের অপরাজিত ৪৭ রানে ভর করে মামুলি টার্গেটে সহজেই নোঙর করে মার্করামের দল।
ব্যাট করতে নেমে দুই ওপেনার রিকেল্টন ও হেনড্রিকসের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৪ ও ১৩ রান। শেষদিকে জেরাল্ড কোয়েটজে ৯ বলে অপরাজিত থাকেন ১৯ রানে। ভারতের পক্ষে ১৭ রানের খরচায় ৫ উইকেট তুলে নেন বরুন চক্রবর্তী।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। দলীয় ১৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৩৯ রানের সাথে আক্সার প্যাটেলের ২৭ ও তিলক ভার্মার ২০ রানের বদৌলতে ১২৪ রানে থামে সফরকারীরা। বাকি ব্যাটারদের সবাই বিদায় নেয় এক অঙ্কের রানে।
প্রোটিয়াদের পক্ষে কেশভ মহারাজ ছাড়া বাকি পাঁচ বোলার তুলে নেন একটি করে উইকেট। ম্যাচসেরা হন ৪১ বলে ৪৭ রান করা ত্রিস্টান স্টাবস।
আগামী বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজে এগিয়ে থাকার লক্ষ্যে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
বিবার্তা/নাহিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]