অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
স্পেনকে হারিয়ে উত্তর কোরিয়ার শিরোপা জয়
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১২:০৫
স্পেনকে হারিয়ে উত্তর কোরিয়ার শিরোপা জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ ফাইনালে স্পেনকে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে উত্তর কোরিয়া।


সোমবার (৪ নভেম্বর) ভোরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। পরে টাইব্রেকারে স্পেনকে ৪-৩ ব্যবধানে হারায় উত্তর কোরিয়া। এ নিয়ে তৃতীবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল দলটি।


বিশ্ব ফুটবলে খুব একটা পরিচিতি নেই উত্তর কোরিয়ার। তবে নারীদের বয়সভিত্তিক ফুটবলে বরাবরই শক্ত প্রতিপক্ষ তারা। ফিফার বয়সভিত্তিক বিশ্বকাপে আলাদা নজর থাকে উত্তর কোরিয়ার ওপর। দেশটির মেয়েরা অবশ্য হতাশ করেননি। দেড় মাসেরও কম সময়ের মধ্যে অনূর্ধ্ব -২০ এবং অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে তারা।


৪২ দিন আগে জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে উত্তর কোরিয়ার মেয়েরা। সেটিও ছিল অনূর্ধ্ব-২০ নারী দলের তৃতীয় শিরোপা। জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়াও এখন সেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল।
ফেলিক্স সানচেজ স্টেডিয়ামের ফাইনালে পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন উত্তর কোরিয়ার গোলরক্ষক পার্ক জু গোং। স্পেনের মেয়েদের গোল বঞ্চিত করেছেন তিনবার। টাইব্রেকারেও একটি শট ঠেকিয়েছেন। স্পেনের অন্য শট গোলবারের অনেকটা বাইরে দিয়ে চলে যায়।


দুই দলের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয়ার্ধে লিড নেয় স্পেন। ৬১ মিনিটে সেলিয়া রদ্রিগেজের ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে লিড পায় স্প্যানিশ মেয়েরা। তার ৫ মিনিট পরেই সমতায় ফেরে উত্তর কোরিয়া। ৬৬ মিনিটে ইল চং জনের গোলে সমতায় ফেরে তারা। এরপর আর কোনও গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই স্পেনকে হারিয়ে শিরোপা জেতে উত্তর কোরিয়া।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com