প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজ ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তবে এই ম্যাচে বৃষ্টির শঙ্কা রয়েছে।
১২ অক্টোবর, শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা।
তবে ১১ অক্টোবর, শুক্রবার বৃষ্টিপাতের কারণে মাঠ কভার দিয়ে ঢেকে রাখা হয়, ফলে ক্রিকেটাররাও অনুশীলন করতে পারেননি। বাংলাদেশ দলের বিকেলের অনুশীলনও বাতিল করতে হয়েছে।
আবহাওয়া বিষয়ক সাইট অ্যাকুওয়েদারের পূর্বাভাস বলছে, শনিবার সকালে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ, যা সকাল ৯টা পর্যন্ত বাড়তে পারে। তবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।
যদিও খেলা চলাকালে বৃষ্টি না থাকলেও, আগে ভারি বর্ষণে মাঠে পানি জমে যেতে পারে, যা টস ও ম্যাচের নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হওয়ার আশঙ্কা সৃষ্টি করছে। তবে হায়দরাবাদ স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট ভালো, তাই পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে বৃষ্টির মাত্রার ওপর।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]