টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। প্রথম বাংলাদেশি হিসেবে নারী ক্রিকেটে ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে মাইলফলকের ম্যাচে ব্যাটিংটা আশানুরূপ হয়নি। ৭ উইকেট হারিয়ে ১১৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
৩ অক্টোবর, বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন দুই টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন এবং সাথী রানী।
তবে ইনিংস বড় করতে পারেননি মুর্শিদা। ১৪ বলে ১২ রান করে আউট হন তিনি। তিনে ব্যাট করতে এসে সাথীকে দুর্দান্ত সঙ্গ দেন সোবহানা মোস্তারি। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে ৫৫ রান তোলে বাংলাদেশ। তবে ৩২ বলে ২৯ রান করে সাথী আউট হলে ছন্দ হারায় তারা। রান আউটের ফাঁদে পড়ে ডাক আউট হন তাজ নেহার।
অন্যদিকে ৩৬ রান করে মোস্তারি আউট হলে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে প্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন নিগার সুলতানা। ৫ রান করে আউট হন স্বর্ণা আক্তার ও ঋতু মনি।
শেষ পর্যন্ত জ্যোতির ১৮ বলে ১৮ রান এবং ফাহিমা খাতুনের অপরাজিত ১০ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ।
বিবার্তা/এনএইচ/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]