পয়েন্ট হারলো ম্যানসিটি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭
পয়েন্ট হারলো ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এতে ২০২৩-এ ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে সিটির কাছে ১-০ গোলে হারের ব্যথা অল্প হলেও কমাতে পেরেছে ইতালিয়ান ক্লাবটি।


ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম চার ম্যাচে ৯ গোল করা আর্লিং হলান্ডকে নিয়ে বড় স্বপ্ন ছিল ম্যানচেস্টার সিটির। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচে আলো ছড়াতে ব্যর্থ নরওয়ের এ তারকা। পুরো ম্যাচের দুই দলের ২২ ফুটবলারের মধ্যে সর্বনিম্ন ১৪ বার বল পেয়েছেন তিনি। আর কেউ ত্রাতা হতে পারেননি ম্যানসিটির। ফলে নিজেদের মাঠ ইত্তিহাদে সিটিজেনদের রুখে দেয় ইন্টার মিলান।


এর আগে ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুদল। তুরস্কে রদ্রির দেয়া একমাত্র গোলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাদ পায় ম্যানসিটি।


ইত্তিহাদে গার্দিওলার দলকে বড় চ্যালেঞ্জ জানায় সিমোন ইনজাগিরের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে সিটিজেনদের গোলমুখে ১০টি শট নেয় ইন্টার। ২০১৭ সালের পর অতিথি দলের সর্বোচ্চ শট নেয়ার রেকর্ড এটি। আক্রমণ চালায় ম্যানসিটিও। তবে গোল পাওয়া হয়নি।


দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা আক্রমণের ধার বাড়ালে ৬৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ফিল ফোডেন। গোলকিপারের সোজাসুজি মেরে দলকে গোল বঞ্চিত করে ইংলিশ তারকা। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে গোলের সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিল ইন্টার। দারুণ জায়গায় বল পেয়েও সেটি উড়িয়ে মারেন মেখিতেরিয়েন। আর শেষ দিকে সিটিজেনদের আক্ষেপে পোড়ান ইলকায় গুনদোয়ান।


বার্সায় এক মৌসুম কাটানোর পর ইংলিশ ক্লাবে ফেরা জার্মান এ মিডফিল্ডার ইয়োস্কো গাভার্দিওলের কাছ থেকে বল পান। গুনদোয়ান হেড চলে যায় ইন্টারের গোলকিপার ইয়ান সোমারের হাতে।


শেষ পর্যন্ত ঘরের মাঠে পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। স্প্যানিশ কোচের অধীনে ঘরের মাঠে ৪২ ম্যাচের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার গোলহীন থাকল ম্যানসিটি।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com