কোপা আমেরিকায় ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান লিওনেল মেসি। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচে পুরো সময় খেলতে পারেননি তিনি। সহসাই ফেরার সম্ভাবনাও নেই তার।
এদিকে মেসি চোট থেকে সুস্থ না হওয়ায় লিগ কাপের ম্যাচে তাকে ছাড়াই খেলতে হচ্ছে ইন্টার মিয়ামিকে। মেজর লিগ সকারের ক্লাবটি আগামীকাল বুধবার এ টুর্নামেন্টের শেষ ষোলোর ম্যাচে খেলতে নামবে কলম্বাস ক্রুয়ের বিপক্ষে।
তবে কলম্বাস ক্রুয়ের বিপক্ষে এই ম্যাচে মেসি খেলবেন না বলেই জানিয়েছেন মিয়ামির প্রধান কোচ জেরার্ডো মার্টিনো। চোটের কারণে মেসিকে ডান পায়ে বিশেষ এক ধরনের বুট পড়তে হতো, সেই বুট পড়া বাদ দিলেও এখনো মিয়ামির সতীর্থদের অসঙ্গে অনুশীলন শুরু করেননি মেসি।
গত বছর মিয়ামিতে যোগ দিয়েই ক্লাবটিকে লিগ কাপের শিরোপা জিতিয়েছিলেন মেসি। এমএলএসের ক্লাবটির প্রথম শিরোপাও ছিল সেটিই। মিয়ামির লিগ কাপ জয়ের পথে ১০ গোল করেছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক।
লিগ কাপে এমএলএস এবং মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাবগুলো খেলে থাকে। এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাব কলম্বাস ক্রুয়ের বিপক্ষে ম্যাচটি জিতলেই কোয়ার্টার ফাইনালে ওঠবে মিয়ামি। তবে এ লড়াইয়ে দলের সেরা তারকাকে ছাড়াই নামতে হচ্ছে ক্লাবটিকে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]