ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়রের সামনে হাজির হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় চুক্তির প্রস্তাব। ৫ বছরে ১ বিলিয়ন ডলারের বিশাল এই প্রস্তাব নিয়ে হাজির হয়েছে সৌদি ক্লাব আল-আহলি। শুধু ফুটবলেই না, ভিনিসিয়ুসকে আর্থিক-সামাজিক আরও বিভিন্ন দিক থেকেই লোভনীয় সব প্রস্তাবনা দিয়ে রেখেছে ক্লাবটি।
৫ বছরের এই চুক্তিতে রিয়ালের বর্তমান বেতনের তুলনায় ১৩ গুণ বেশি বেতন দেয়া হবে ভিনি জুনিয়রকে। ক্রিশ্চিয়ানো রোনালদোর সমান ২০০ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি। হবেন লিগের সর্বোচ্চ বেতনের অধিকারী।
এখানেই শেষ না। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো জানিয়েছে আরও বেশকিছু লোভনীয় প্রস্তাব দেয়া হয়েছে ভিনিসিয়ুসকে।
সবশেষ গত বছরই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৭ সাল পর্যন্ত মেয়াদ আছে এই চুক্তির। চলতি বছর ১৩ মিলিয়ন ইউরো বেতন হিসেবে পাবেন তিনি। পরের বছর থেকে ২০২৭ সাল পর্যন্ত ৪৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন ভিনিসিয়ুস।
সৌদি ক্লাবের প্রস্তাবে এই বেতনের চেয়ে অনেকটাই বেশি অর্থ পাবেন ভিনিসিয়ুস। সঙ্গে ২০২৯ সালে নিজের ইচ্ছেমতো ক্লাবে যেতে পারবেন। সেই সময় তার বয়স হবে ২৯। যার অর্থ, চাইলেই যেকোনো ইউরোপিয়ান ক্লাবেও দেখা যাবে ভিনিসিয়ুসকে। সঙ্গে অন্যান্য প্রস্তাব তো আছেই। এমনকি ৫ বছর পর ক্লাব ছাড়লেও ভিনিসিয়ুসকে দেখা যাবে ২০৩৪ বিশ্বকাপের দূত হিসেবে।
এমন বড় অঙ্কের প্রস্তাবের বিপরীতে ভিনিসিয়ুস কী সিদ্ধান্ত নেবেন সেটাই এখন দেখার অপেক্ষা। সেইসঙ্গে আল-আহলিকেও পরিশোধ করতে হবে তার রিলিজ ক্লজের ১ বিলিয়ন ইউরো। সেটা সম্ভব কি না তা অবশ্য সময়ই বলে দেবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]