প্যারিস অলিম্পিকে দ্রুততম মানবী জুলিয়েন আলফ্রেড
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ১৭:১৯
প্যারিস অলিম্পিকে দ্রুততম মানবী জুলিয়েন আলফ্রেড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সবাইকে চমকে দিয়ে প্যারিস অলিম্পিকে দ্রুততম মানবী হয়েছেন জুলিয়েন আলফ্রেড। ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ার এটাই প্রথম অলিম্পিক পদক। ১০.৭২ সেকেন্ডে স্বর্ণ জিতেছেন আলফ্রেড।


ইতিহাস গড়ার পর ২৩ বছর বয়সী এই অ্যাথলেট পদক উৎসর্গ করেন তার মৃত বাবাকে।


তিনি বলেন, সব সময়ই বলে এসেছি, সেন্ট লুসিয়ার প্রথম অলিম্পিক পদকজয়ীদের একজন হতে চাই। এখন আমি অলিম্পিক গেমসে প্রথম স্বর্ণ জয়ী। ঘুম থেকে উঠে লিখে রাখছিলাম জুলিয়েন আলফ্রেড, অলিম্পিক চ্যাম্পিয়ন। তাই মনে করি নিজের উপর বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


১২ বছর বয়সে বাবাকে হারান আলফ্রেড। এরপর খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ঈশ্বর, আমার কোচ এবং সবশেষ আমার বাবার জন্য এটা। বাবা বিশ্বাস করতেন, আমি পারব। ২০১৩ সালে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি। কিন্তু এখন তিনি ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে আমাকে দেখতে পারলেন না। তার মেয়ে অলিম্পিয়ান হওয়ায় সব সময়ই তিনি গর্ব বোধ করবেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com