বিশ্বকাপের আগে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৫:০৯
বিশ্বকাপের আগে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিন ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটা যেন খুব পরিচিত হয়ে গিয়েছিল সাকিব আল হাসানের কাছে। লম্বা সময় ধরে দখলে রেখেছিলেন তিন ফরম্যাটের শীর্ষস্থান। তবে এখন আর কোনো ফরম্যাটেই শীর্ষে নেই সাকিব। নিয়মিত না থাকায় অনেক আগেই টেস্ট ফরম্যাটে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারিয়েছেন বহু আগেই, পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এখনও।


ওয়ানডেতেও কিছুদিন আগে সাকিবকে সরিয়ে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি। এখনও শীর্ষে রয়েছেন নবি, দুইয়ে আছেন সাকিব। বাকি ছিল টি-টোয়েন্টি। কদিন আগে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এই ফরম্যাটে সাকিবের শীর্ষস্থানে ভাগ বসান। এবার টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়ে ফেললেন সাকিব।


এতদিন ওয়ানিন্দু হাসারাঙ্গার সাথে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার ২২৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষে হাসারাঙ্গা। সাকিবের রেটিং পয়েন্ট তার চেয়ে ৫ কম, ২২৩ রেটিং নিয়ে সাকিব নেমে গেছেন দুই নম্বরে।


টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে পরিবর্তন এসেছে বেশ কয়েকটি। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস এক ধাপ এগিয়ে উঠেছেন পঞ্চম স্থানে। ২ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে এখন ইংল্যান্ডের মঈন আলি।


অন্যদিকে ২ ধাপ উন্নতি করে ইংল্যান্ডের মঈন আলী উঠে এসেছেন ৭ম স্থানে। ৪ ধাপ এগিয়ে ১২ নম্বরে আছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। অন্যদিকে ৫ ধাপ এগোনো রোমারিও শেফার্ড রয়েছেন ১১তম স্থানে।


ব্যাটিংয়ে বেশ উন্নতি হয়েছে বাংলাদেশের তাওহীদ হৃদয়ের। ১২ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন হৃদয়। ওপেনার তানজিদ হাসান তামিম ৩৪ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ৮৪ নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব।


বোলারদের র‌্যাকিংয়ে বড় লাফ দিয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ৩৮ ধাপ উন্নতি করে বর্তমানে ৫২তম স্থানে রয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমান এগিয়েছেন ২ ধাপ, এখন তিনি ২৩তম স্থানে। এখানে শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com