
সৌদি প্রো লিগে দুটো দলের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো গোল করতে পারেননি। তার একটি আল ফাইহা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ফাইহার বিপক্ষেই এএফসি চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নেমেছিল আল নাসর। তবে এবার আর সিআরসেভেনকে রুখতে পারেনি ফাইহা।
রোনালদো ৮১ মিনিটে গোল করেছেন, ১-০ গোলে জিতিয়েছেন আল নাসরকে। চলতি বছরে এটি রোনালদোর প্রথম গোল। রোনালদোর ক্লাব ক্যারিয়ারে এটি ছিল ১০০০তম ম্যাচ।
২০০০ থেকে ২০২৪ প্রতিবছরেই গোল করেছেন সিআরসেভেন। ক্যারিয়ারে এটি রোনালদোর ৮৭৪তম গোল।
গোল উদযাপনে কিছুটা ভিন্নতা আনেন রোনালদো।
২০২৪ এ নিজের প্রথম গোলের পর 'সিউ' উদযাপন আগের মতো করে করেননি। লাফ দিয়ে দুদিকে পা না ছড়িয়ে নিজের বুকে হাতের উপর হাত রেখেছেন। যেটা দেখে মনে হবে শান্তি পেয়েছেন।
আগামী বুধবার রিয়াদে টুর্নামেন্টের ফিরতি লেগে মাঠে নামবে দুই দল।
গোল করে দলকে জিতিয়ে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘শেষ ষোলো শুরু হলো জয় দিয়ে। দারুণ কাজ, দল।’
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]