বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। এই সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিসিবির সভা শেষে কেন্দ্রীয় চুক্তির তালিকাও প্রকাশ করা হয়েছে। আগামী ১ বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে ২১ ক্রিকেটারকে।
আগামী ১ বছরের জন্য গৃহীত বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ৪ জন ক্রিকেটার। এর মধ্যে সব থেকে বড় নাম তামিম ইকবাল। অবশ্য তিনি নিজেই অনুরোধ করেছিলেন তাকে চুক্তিতে না রাখতে। এছাড়াও বাদ পড়াদের বাকি ৩ জন হলেন ইবাদত হোসেন, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন।
কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ২১ ক্রিকেটারের মধ্যে তিন ফরম্যাটেই আছেন ৫ জন। তারা হলেন লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও মো. শরিফুল ইসলাম।
শুধু টেস্ট আর ওয়ানডের চুক্তিতে আছেন কেবল মুশফিকুর রহিম। আর জাতীয় দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ আছেন কেবল ওয়ানডে চুক্তিতে। তিনি ছাড়াও শুধু একদিনের ক্রিকেটের জন্য চুক্তিভুক্ত হয়েছেন পেসার তানজিম সাকিব।
গতবার তিন সংস্করণের চুক্তিতে থাকা পেসার তাসকিন আহমেদকে এবার রাখা হয়েছে শুধু ওয়ানডে আর টি-টোয়েন্টির চুক্তিতে। তাসকিনের সঙ্গে এই দুই সংস্করণের চুক্তিতে আরও আছেন তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ। আর শুধু টি-টোয়েন্টির চুক্তিতে আছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান ও নুরুল হাসান। আর মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান, খালেদ আহমেদ ও নাঈম হাসানরা আছেন কেবল টেস্টের চুক্তিতে। ২১ জনের এই তালিকায় নতুন নাম দুইটি। তারা হলেন তাওহিদ হৃদয়, তানজিম হাসান।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]