
টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ যুব বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। তবে এই ভারতকে হারিয়েই ২০২০-এ যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। আর এই সেদিন ভারতকে হারিয়েই এশিয়া কাপ জিতেছে মাহফুজুর রহমান রাব্বির বর্তমান দলটি। আবারো সেই দক্ষিণ আফ্রিকায় আজ ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যচে মাঠে নামবে যুব টাইগাররা।
ব্লয়েমফনটেইনে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচ। এ-গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতেন মাহফুজুর রহমান রাব্বিরা। সেই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে গেছে দল।
ভারতীয় দল: আদর্শ সিং, আরশিন কুলকার্নি, মুশির খান, উদয় সাহারান (অধিনায়ক), প্রিয়াংশু মোলিয়া, শচীন ধস, মুরুগান অভিষেক, আরাভেলি অবনীশ (উইকেটকিপার), নমন তিওয়ারি, রাজ লিম্বানি, সৌমি পান্ডে, আরাধ্যা শুক্লা, ইন্নেশ মহাজন, ধনুশ গোদা, রুদ্র প্যাটেল, প্রেম দেবকর, মোহাম্মদ আমান ও আনশ গোসাই।
বাংলাদেশ দল: আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), আদিল বিন সিদ্দিক, জিশান আলম, চৌধুরী মো. রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মো. রাফি উজ্জামান রাফি, ওয়াসি সিদ্দিকী, রোহানাত দৌল্লা বর্ষন, মারুফ মৃধা, মো. ইকবাল হোসেন ইমন ও আশরাফুজ্জামান বরন্য।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]