
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দশম বিপিএলের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরেছে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে তারা।
সিলেটের প্রথম ম্যাচের একাদশে রয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। যদিও এ ম্যাচে তার বল করার সম্ভাবনা খুবই ক্ষীন। এছাড়া সিলেট একাদশে জায়গা পেয়েছেন দেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বিদেশিদের মধ্যে দলে আছেন হ্যারি টেক্টর, বেন কাটিং, বেনি হাওয়েল ও রিচার্ড এনগারাভা।
চট্টগ্রামের একাদশে আছেন জাতীয় দলের ওপেনার তামজিদ হাসান তামিম। তরুণ শাহাদাত হোসেনও জায়গা পেয়েছেন দলে। বিদেশিরা হলেন- আভিস্কা ফার্নান্দো, নাজিবউল্লাহ জাদরান, কার্টিস ক্যাম্ফার ও বিলাল খান।
সিলেট একাদশ
নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি, হ্যারি টেক্টর, মোহাম্মদ মিঠুন, বেন কাটিং, জাকির হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা, বেনি হাওয়েল, তানজিদ হাসান সাকিব, নাজমুল ইসলাম ও রিচার্ড এনগারাভা।
চট্টগ্রাম একাদশ
আভিস্কা ফার্নান্দো, তামজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন, নাজিবউল্লাহ জাদরান, ইমরান উজ্জামান, শুভাগত হোম, কার্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন ও বিলাল খান।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]