হাথুরু উন্নতমানের কোচ : আকরাম
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ২২:৩২
হাথুরু উন্নতমানের কোচ : আকরাম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন চন্ডিকা হাথুরুসিংহে। এবার দায়িত্ব নেয়ার পর এখনও পর্যন্ত সফল তিনি। ইতোমধ্যেই ঘরের মাটিতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে হাথুরুর শিষ্যরা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষেও সামর্থের প্রামণ দিয়েছে বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে হাথুরুকে কৃত্বিত্ব দিলেন বিসিবি পরিচালক আকরাম খান।


৩ জুন, শনিবার মিরপুর শের-ই-বাংলার স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি এটা বলব না, সে অনেক উন্নতমানের কোচ। তবে বাংলাদেশে যতগুলো কোচ এসেছে, সে সেরাদের একজন। তার ক্রিকেটীয় জ্ঞান তো আছেই, এর বাইরে যে কার্যক্রমগুলো আছে, সেটা কিন্তু অন্য কোচদের থেকে আমরা পাই না। সেজন্যই তার পারফরম্যান্সটা ভালো।’


হাথুরু থাকায় দল ভালো করবে বিশ্বাস আকরামের, ‘আশা করছি, ও (হাথুরু) যেহেতু দলের সঙ্গে আছে, আমরা ভালো পারফরম্যান্স করব। দুইজনের দিক থেকেই, কোচ হিসেবেও এবং খেলোয়াড়েরাও সাম্প্রতিক সময়ে অনেক ভালো ইনিংস খেলেছে। তরুণ ক্রিকেটাররা ভালো করছে, ফাস্ট বোলাররাও ভালো করছে। তো আমার মনে হয়, আমাদের সম্ভাবনা বেশি।’


এছাড়া ক্রিকেটারদের ফিটনেস নিয়েও সচেতনতার কথা বললেন সাবেক অধিনায়ক আকরাম, 'গত ৩-৪ বছর ধরে আমরা এটি নিয়ে খুব সতর্ক যে, ফিটনেস ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের বিকল্প অনেক কম। অন্যান্য দেশে বিকল্প অনেক বেশি। একটা খেলোয়াড় চোটে পড়লে, আরেকটা খেলোয়াড় পাওয়া যায়। বাংলাদেশে এখনও সেটা পাওয়া যায় না। আস্তে আস্তে এই ঘাটতিটা পূরণ হচ্ছে হচ্ছে।'


বিবার্তা/ সউদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com