হার দিয়ে বিপিএল শেষ করল নাসিরের ঢাকা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৬
হার দিয়ে বিপিএল শেষ করল নাসিরের ঢাকা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে নিজেদের শেষ ম্যাচে হার দিয়ে বিপিএল শেষ করলো ঢাকা ডমিনেটরস। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ঢাকা। তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থান থেকে বিদায় নিলো নাসির হোসেনের দল।


৭ ফ্রেবুয়ারি, মঙ্গলবার চট্টগ্রামের দেওয়া ১১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই আব্দুল্লাহ মামুনকে হারায় ঢাকা। এরপর ভালো শুরু পেলেও ২১ রানের মাথায় সাজঘরে ফেরেন সৌম্য সরকারও। তিনে নামা আরিফুল হকও বেশি লম্বা করতে পারেননি ইনিংসের হাল। ফিরেছেন মোটে ৭ রান করে। বিদেশি ক্রিকেটার অ্যালেক্স ব্লেকও ব্যর্থ হয়েছেন বড় স্কোর গড়তে। ১৩ রান করে ফিরেন সাজঘরে।


ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক নাসির হোসেন। ২৪ রান করে আউট হন তিনি। শেষ দিকে শরিফুল ইসলাম এবং আমির হামজাও ব্যর্থ। এরপর এক প্রান্ত আগলে রাখা উইকেটকিপার ব্যাটার জাহিদুজ্জামানও ফিরে যান ১৮ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষ ৯ উইকেট হারিয়ে ঢাকা সংগ্রহ করে ১০৩ রান। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কার্টিস ক্যাম্পায়ার।


এর আগে প্রথমে ব্যাট করে উসমান খানের ৩০ এবং জিয়াউর রহমানের ৩৪ রানে ভর করে চট্টগ্রাম দল সংগ্রহ করে ১১৮ রান ৮ উইকেট হারিয়ে। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আরাফাত সানি।


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com