বিতর্কিত আউট নিয়ে যা বললেন কুমিল্লার কোচ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
বিতর্কিত আউট নিয়ে যা বললেন কুমিল্লার কোচ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

খেলার ফল কি হতো? কুমিল্লা জিততো না হারতো? তা নিয়ে ছোটখাট বিতর্ক হতেই পারে। আম্পয়ারের একটি ভুল সিদ্ধান্তর কারণেই যে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স যে আজ সাকিবের ফরচুন বরিশালের কাছে হেরেছে, তাও বলা যাবে না।


তারপরও দিন শেষে টিভি আম্পায়ার তানভির আহমেদের ভুল নিয়ে নানা কথা। রাজ্যের সমালোচনা। যদিও প্রথম ভুলটা ফিল্ড আম্পায়ার মোর্শেদ আলী খান সুমনের।


জাতীয় দলের এ সাবেক বাঁ-হাতি পেসার (বর্তমানে আম্পায়ার) বরিশালের পাকিস্তানি অফস্পিনার ইফতেখার আহমেদের বলে কুমিল্লার মিডল অর্ডার ও উইকেটকিার এবং আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান জাকের আলী অনিককে ভুল লেগবিফোর উইকেটের সিদ্ধান্ত দিয়েছেন।


বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করলেও আম্পায়ার সুমন আঙ্গুল তুলে দেন। পরে টিভি রিপ্লেতেও দেখা গেছে বল পরিষ্কার লেগস্ট্যাম্পের বাইরে পিচ করেছে। অনফিল্ড আম্পায়ার মোর্শেদ আলী খান সুমন মুহূর্তের মধ্যে ভুল করতেই পারেন।


কিন্তু টিভি আম্পায়ার টিভি রিপ্লে দেখে কিভাবে ভুল সিদ্ধান্ত দেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে। টিভি আম্পায়ার তানভির আহমেদের এ ব্যর্থতা এবং ভুল অমার্জনীয়। টিভি রিপ্লেতে পরিষ্কার, বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে। তা দেখেও টিভি আম্পায়ার তানভির আহমেদ এতবড় ভুল কিভাবে করলেন?


তা নিয়ে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দীনের কন্ঠে রাজ্যের হতাশা। তার সোজা কথা, ‘এই মুহূর্তে আমি আসলে কিছু বলতে পারবো না। এটা নিয়ে তো বিতর্ক অনেক চলছে। আমি শুরুতেই বলেছিলাম একটা-দুইটা সিদ্ধান্তে আপনি ম্যাচটা হেরে যাবেন। সিদ্ধান্তগুলো আরেকটু ভালো হয়। আরেকটু চিন্তা-ভাবনা করে দেয়া হয়, তাহলে ভালো।’


‘খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে। কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি এটা কি চান? এমনিই সাসপেন্ড করে দেবে। ঠিক আছে, যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দিব বা প্রতিবাদ করবো সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাধা আছে। যা হবার তাই হবে আর কি।’


সালাউদ্দীন মনে করেন, ‘এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো। আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে।’


সালাউদ্দীনের দাবি তার দলের প্রথম ম্যাচেও আম্পায়ারের একটি সিদ্ধান্ত খারাপ হয়েছে, আজকেও হয়েছে। তার শেষ কথা তবে এমন ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো।


এদিকে এবারের আসরে চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। পর পর ৩ ম্যাচে হেরেছে। তা নিয়ে কোচ সালাউদ্দীনের মূল্যায়ন, ‘টি-টোয়েন্টিতে আপনি যখন একটা ছন্দ পান তখন ওই অবস্থায় একটা উইকেট পড়ে গেলে খেলাটার জন্য ভালো না। হতে পারে আবার নাও হতে পারে (জাকিরের আউটে ব্যাটিংয়ে ছন্দপতন)। এটা নিয়ে আর ফিরতে পারবো না। আমরা হেরে গিয়েছি সেটাই সত্য। আমরা এই অবস্থা থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে পারি সেটাই বড় কথা।’


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com