
মিরপুর টেস্টে প্রথম ইনিংসের পর আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ঢাকা টেস্টের দুই ইনিংসসহ সর্বশেষ ৭ ইনিংসেই ফিরেছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। ফলে লজ্জার রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
অধিনায়ক হওয়ার আগে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ব্যাটিংয়ের সেরা ইতিহাস ছিলো মমিনুলের। কিন্তু দলের দায়িত্ব কাঁধে নেয়ার পর নিজেকে আর আগের মতো তুলে ধরতে পারছেন না নিজেকে।
মুমিনুল তার ব্যাটিং নিয়ে ‘নির্ভার’। কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, অফ ফর্মে নেই মুমিনুল, শুধু রান পাচ্ছেন না এই যা। তো সেই ফর্মে থাকা নির্ভার মুমিনুলের সাম্প্রতিক ব্যাটিং পরিসংখ্যানে একটু চোখ বুলানো যাক, সর্বশেষ ১০ ইনিংসে মাত্র ২ বার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন তিনি, যেখানে সর্বোচ্চ স্কোর ৩৭ রান। ইনিংসগুলো হলো ০, ২, ৬, ৫, ২, ৯, ০।
ক্যারিয়ারের প্রথম ১৪ টেস্টে ৬০ এর বেশি গড় অর্জন করা মুমিনুল ক্রমাগত খারাপ করতে করতে গড় নামিয়েছেন ৪০ এর নিচে। একটা লম্বা সময় তার চেয়ে বেশি টেস্ট গড় ছিল না কোনো বাংলাদেশী ব্যাটারের। অথচ বর্তমানে তার গড় তামিম ইকবাল (৩৯.৫৩) ও সাকিব আল হাসানের (৩৮.৯৯) চেয়েও নিচে (৩৮.৩১)।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]