
চট্টগ্রাম টেস্টে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ দল। পঞ্চম ও শেষদিনের শুরুতে স্বাগতিক বোলারদের ওপর চড়াও হয় শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। সেই চাপ কাটিয়ে আবার খেলার নিয়ন্ত্রণ নিয়েছে অধিনায়ক মুমিনুল হকের দল। জোড়া আঘাতে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ফিরিয়েছেন কুশল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। দুর্দান্ত এক ডেলিভারিতে প্রথম ইনিংসে ১৯৯ রান করা ম্যাথিউজকে শূন্য রানেই ফেরান তাইজুল।
টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৩৯৭ রানে গুটিয়ে বাংলাদেশ দলের প্রথম ইনিংস থামে ৪৬৫ রানে। এতে ৬৮ রানের লিড পায় স্বাগতিকরা। ম্যাচের চতুর্থ দিনের তৃতীয় সেশনে ১ ঘণ্টার মতো ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩৯ রান তুলতে পেরেছে সফরকারীরা। এতে দিনের খেলা শেষে ২৯ রানের লিডে থাকে টাইগাররা।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে সেই লিড পরিশোধ করে শ্রীলঙ্কা দল নিজেরা লিড নিয়েছে। দিমুথ করুনারত্নে ১৮ রানে অপরাজিত থেকে আজ ব্যাটিংয়ে নামেন, তাকে সঙ্গ দিতে আসেন নতুন ব্যাটসম্যান কুশল মেন্ডিস। নিজেদের ওপর থেকে চাপ সরাতে শুরু থেকে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন শ্রীলঙ্কার এই দুই ব্যাটসম্যান। অর্ধশতকের পথে ছুটতে থাকা কুশলকে ফেরান তাইজুল।
পানি-পানের বিরতির পর লঙ্কান ইনিংসের ৩২তম ওভারের দ্বিতীয় বলটি পা বাড়িয়ে ডিফেন্স করেন মেন্ডিস। কিন্তু লেংথে পড়ে টার্ন করা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি। ব্যাট পেরিয়ে বেরিয়ে যেতে যেতে শেষ মুহূর্তে মেন্ডিসের অফ স্টাম্পে ছোবল দেয় বল। ৪৩ বলে ৪৮ রান করে ফিরলেন মেন্ডিস।
আক্রমণ অব্যহত রাখা এই বাঁহাতি আবার সফলতার দেখা পান ইনিংসের ৩৬তম ওভারে। এবার তার শিকার প্রথম ইনিংসে ১৯৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা ম্যাথিউস। দ্বিতীয় ইনিংসে অবশ্য রানের খাতা খুলতে পারেননি এই ডানহাতি। তাইজুলকে ফিরতি ক্যাচ দেন শূন্য হাতে।
এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১২৮রান। ৬০ রানের লিড নিয়ে ব্যাট করছে সফরকারীরা। যেখানে করুনারত্নে অপরাজিত আছেন ৪৪ রানে, ১২ রানে ব্যাট করছেন ধনঞ্জয়া ডি সিলভা।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]