
বিরাট কোহলির টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে আলোচনার ঝড় থামছেই না! ভারত ছাড়িয়ে যে ঢেউ চলে গেছে পাশের দেশ পাকিস্তানেও। এই ইস্যুতে এবার আলোচনায় যোগ দিলেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এই মহাতারকা মনে করেন সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বিরাট।
আফ্রিদি মনে করেন অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিংয়ে মন দেয়ার সময় এসেছে কোহলির। নিজের জীবন থেকে নেয়া অভিজ্ঞতাতেই তিনি বুঝতে পেরেছেন- প্রত্যেক ক্রিকেটারেরই ক্যারিয়ারে এমন একটা পর্যায় আসে যখন সে চাপ নিতে পারে না।
আফ্রিদি বলেন, ‘দেখুন, আমার মতে এটি সঠিক সিদ্ধান্ত ছিল। বিরাট কোহলি অনেক দিন ধরেই ক্রিকেট খেলেছে। দলকে ভালো নেতৃত্ব দিয়েছে। এ অবস্থায় আমি মনে করি তার সিদ্ধান্তটা যৌক্তিক। সবারই ক্যারিয়ারে এমন এক পর্যায় আসে যখন আপনি চাপ সামলাতে পারেন না। এ কারণে তার নিজের কর্মক্ষমতাকেও প্রভাবিত করে। বিরাট দীর্ঘদিন ধরে অধিনায়কত্ব করেছেন। ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং উপভোগ করার সময় এসেছে তার।’
কোহলি টি-টুয়েন্টির নেতৃত্ব ছেড়েছেন গত বছর বিশ্বকাপ খেলেই। তবে ওয়ানডের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেয়া হয়। আর টেস্টের ক্যাপ্টেন্সি থেকে নিজেই সরে গেলেন। সাদা পোশাকে ভারতকে ৬৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট। এর মধ্যে রেকর্ড ৪০টি ম্যাচে জিতেছে তার নেতৃত্বে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]