শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ওমানের বিশাল জয়
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ১৯:৩৫
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ওমানের বিশাল জয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে বিশাল জয় পেয়েছে স্বাগতিক ওমান। রবিবার (১৭ অক্টোবর) আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পিএনজিকে পাত্তাই দেয়নির ওমান। ১০ উইকেটের (৪৪ বল হাতে রেখে) বিশাল জয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে স্বাগতিকরা।


এ দিন টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক জিশান মাকসুদ। তার বোলিংয়েই তোপে পড়ে পিএনজি। নিজের দ্বিতীয় ওভারে চার বলে তিন উইকেট নিয়েছেন জিশান। সবমিলিয়ে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।


ইনিংসের পঞ্চম বলেই সাজঘরে ফিরে যান টনি উরা। পরের ওভারের তৃতীয় বলে একই পথ ধরেন আরেক ওপেনার লেগা সিয়াকা। শূন্য রানে দুই উইকেট পতনের পর তবে তৃতীয় উইকেটে পাল্টা আক্রমণ করেন অধিনায়ক আসাদ ভালা ও চার নম্বরে নামা চার্লস আমিনি।


এ জুটিতে মাত্র ১০ ওভারেই আসে ৮১ রান। ইনিংসের দ্বাদশ ওভারে রানআউটের মাধ্যমে ভাঙে এই জুটি। দূর্ভাগ্যজনকভাবে আউট হওয়ার আগে ৪ চার ও ১ ছয়ের সাহায্যে ২৬ বলে ৩৭ রান করেন আমিনি। তবে ব্যক্তিগত ফিফটি তুলে নেন অধিনায়ক ভালা।


ইনিংসের ১৫তম ওভারে কলিমউল্লাহর বলে আউট হন ভালা। সাজ ঘরে ফেরার আগে ৪ চার ও ৩ ছয়ের সাহায্যে ৪৩ বলে করেন ৫৬ রান। দলীয় ১০২ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ভালার বিদায়ের পরপরই মূলত ধসে পড়ে পিএনজির ইনিংসে।


শেষের ছয় ওভারে ছয় উইকেট হারিয়ে মাত্র ২৭ রান করতে পেরেছে পিএনজি। এর মধ্যে দলীয় ১১২ থেকে ১১৮ রানের মধ্যেই পাঁচটি উইকেট হারায় তারা। ওমানের বোলারদে আগুনঝরা বোলিংয়ে মাত্র ১৩০ রান করে পিএনজি।


জবাবে ব্যাট করতে নেমে ১০ উইকেটে ৪৪ বল হাতে রেখে বিশাল জয় তুলে নেয় স্বাগতিকরা ওমান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com