শিরোনাম
টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ১২:৩৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওমান-পাপুয়া নিউ গিনি ম্যাচের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আজ। বৈশ্বিক আসরটির উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। রাত ৮টায় ওমানের আমেরাত স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবেন মাহমুদউল্লাহ-সাকিবরা। পিঠের চোটে প্রস্তুতি ম্যাচে খেলতে না পারা মাহমুদউল্লাহ থাকবেন এ ম্যাচে ফিরবেন অধিনায়কত্বে। একাদশে ফিরছেন আইপিএল খেলে আসা সাকিব আল হাসান। খেলছেন মোস্তাফিজুর রহমানও।


উপমহাদেশের কন্ডিশনে স্পিনারদের দাপট থাকলেও আজ একাদশে স্পিনার আধিক্য নাও থাকতে পারে। আইসিসির টুর্নামেন্ট হওয়ায় ওমানের উইকেট খানিকটা স্পোর্টিং হতে পারে। তবে দলের একাদশ প্রসঙ্গে অধিনায়ক মাহমুদউল্লাহে বলেছেন, বেশি স্পিনার নিয়ে খেলব না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে যে দল নিয়ে খেলেছি খুব সম্ভবত কালকের (আজকের) ম্যাচেও (স্কটল্যান্ডের বিপক্ষে) তেমন দল হবে।


দলে তিন পেসার থাকার সম্ভাবনা রয়েছে। মোস্তাফিজুর রহমানের সঙ্গী হিসেবে সাইফউদ্দিন থাকবেন তার অলরাউন্ডিং পারফর্মের কারণে। ভ্যারিয়েশনের জন্য দলে তাসকিনের বদলে শরিফুলকে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। তিন পেসার খেললে সেক্ষেত্রে বাদ যেতে পারেন স্পিনার নাসুম আহমেদ। ব্যাটিংয়ে প্রস্তুতি ম্যাচে সৌম্য দারুণ ফর্ম ধরে রাখায় তার একাদশে থাকা অনুমিত। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মোহাম্মদ নাইম। বোলিং অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন মেহেদি হাসান।


স্কটিশ একাদশের থাকবে স্পিনার আধিক্য। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে চার উইকেট নেয়া লেগ স্পিনার ক্রিস গ্রেভস একাদশে থাকছেন। হামজা তাহিরেরও দলে থাকার সম্ভাবনা রয়েছে। সাফিয়ান শরিফ, জশ ডেভয় ও আসালডেয়ার ইভানস পেস আক্রমণে থাকতে পারেন।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।


স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ: কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মুনশি, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন, কালম ম্যাকলিওড, ডিলান বাডজ, মিচেল লেস্ক, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, জশ ডেভয় ও আসালডেয়ার ইভানস।


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com