শিরোনাম
টি-টোয়েন্টিতে ১০ হাজারি ক্লাবে কোহলি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৩
টি-টোয়েন্টিতে ১০ হাজারি ক্লাবে কোহলি
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টির ১০ হাজারি ক্লাবের সদস্য হলেন বিরাট কোহলি। রোববার (২৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ১৪তম আসরে এই অর্জন করলেন।


ক্রিকেট বিশ্বের এ সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪২ বলে তিন চার ও সমান ছক্কায় ৫১ রান করার পথে ১০ হাজারি ক্লাবের সদস্য হয়ে যান।


রোববার (২৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ১৪তম আসরের ৩৯তম ম্যাচ খেলতে নামার আগে টি-টোয়েন্টির সব ধরনের ৩১৩ ম্যাচে ৯ হাজার ৯৮৭ রান করেন বিরাট কোহলি।


টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ২৭৫ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ১১ হাজার ১৯৫ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান কায়রন পোলার্ড।


তৃতীয় সর্বোচ্চ ১০ হাজার ৮০৮ রান করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। ১০ হাজার ৩৮ রান করে চতুর্থ পজিশনে বিরাট কোহলি। আর ১০ হাজার ১৯ রান করে পঞ্চম পজিশনে আছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।


বিবার্তা/শাহিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com