শিরোনাম
অলিম্পিকে তিন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণজয়
প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ১৫:২৩
অলিম্পিকে তিন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণজয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টোকিও অলিম্পিকে ছেলেদের ১০৯+ কেজি ওজন শ্রেণিতে তিন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন জর্জিয়ার ভারোত্তলক লাশা তালাখাজে। এই ইভেন্টে রূপা পেয়েছেন ইরানের আলি দেভৌদি এবং ব্রোঞ্জ জিতেছেন সিরিয়ার আসাদ।


প্রতিযোগিতায় স্বর্ণ জয়ের লড়াইয়ে পরিষ্কার ব্যবধানেই এগিয়ে ছিলেন লাশা। তিন-তিনটি বিশ্বরেকর্ড গড়া এই ভারোত্তলক নিজেকে কতটা উচ্চতায় তুলতে পারেন, দেখার ছিলো সেটাই।


জর্জিয়ান এই তারকা স্ন্যাচে ২২৩ কেজি তুলে বিশ্বরেকর্ড গড়েন। তারপর ক্লিন অ্যান্ড জার্কে ২৬৫ কেজি তুলে গড়েন দ্বিতীয় বিশ্বরেকর্ড। সবমিলিয়ে তার ৪৮৮ কেজি উত্তোলন তৃতীয় বিশ্বরেকর্ড।


ইরানের আলি দেভৌদি স্ন্যাচে তুলেন ২০০ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ২৪১ কেজি। সবমিলিয়ে ৪৪১ কেজি তুলে রূপার পদক নিশ্চিত করেছেন ২২ বছর বয়সী এই ভারোত্তলক।


২০১৬ রিও অলিম্পিকে ১৫তম হয়েছিলেন সিরিয়ার আসাদ। এবার তার ক্যারিয়ারে বড় সাফল্য ধরা দিয়েছে। সবমিলিয়ে ৪২৪ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন এই ভারোত্তলক।


বিবার্তা/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com