শিরোনাম
শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল
প্রকাশ : ২৪ জুন ২০২১, ১১:৩৮
শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

কোপা আমেরিকার নিজেদের তৃতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নেমে শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে কলম্বিয়া এগিয়ে থাকলে খেলার নির্ধারিত সময়ে দু’দলেরই ১-১ খোলে ড্র হয়। পরে অতিরিক্ত ১০ মিনিটে নেইমারের কর্নার থেকে গোল আসলে ২-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল।


বৃহস্পতিবার (২৪ জুন) রিও ডি জেনিরোতে ম্যাচের শুরুতেই কলম্বিয়া ১-০ ব্যবধানে স্ট্রাইকার লুইজ দিয়াজের গোলে। ব্রাজিলের ডি-বক্সের সামনে খেলোয়াড়দের জটলার মধ্যেই বাইসাইকেল কিক নেন দিয়াজ। গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই জালে বল পাঠান কলম্বিয়ান স্ট্রাইকার।


প্রথমার্ধের বাকি সময়টায় অনেক চেষ্টা করেও সমতায় আনতে পারেনি স্বাগতিকরা। বিরতির পর খেলার দ্বিতীয়াংশ শুরু হলে ৭৮ মিনিট মাথায় ১-১ গোলে ম্যাচ সমতায় আনে ব্রাজিল। লোদির দুর্দান্ত ক্রস শট থেকে হেড দিয়ে কলম্বিয়ার জালে বল ঢুকান ফিরমিনো।


ব্রাজিলের দেয়া প্রথম গোল নিয়ে আপত্তি তোলে কলম্বিয়া। রেফারির সঙ্গে বেশ কিছুক্ষণ তর্কও হয়, তাতে খেলা বন্ধ থাকে ৫-৬ মিনিট। কিন্তু শেষ পর্যন্ত তাদের আপত্তিতে কান না দিয়ে অনড় থাকে রেফারি।


খেলার এই সময়টা নষ্ট হওয়ার কারণে নির্ধারিত ৯০ মিনিটের পর ১০ মিনিট বাড়ে অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে বসে ব্রাজিল।


ডান পাশ থেকে করা নেইমারের কর্নার দুর্দান্ত হেড করেন ক্যাসেমিরো। তার এই হেডেই কাঁপিয়ে দেয় কলম্বিয়ার জাল। এতেই ২-১ গোলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।


গ্রুপ পর্বে ৩ ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com