শিরোনাম
‘সেরা খেলোয়াড়কে তিন সংস্করণে পাচ্ছি’
প্রকাশ : ২৩ জুন ২০২১, ২০:০০
‘সেরা খেলোয়াড়কে তিন সংস্করণে পাচ্ছি’
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জিম্বাবুয়ে সফর দিয়ে তিন সংস্করণের ক্রিকেটে ফিরছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুয়েতে একমাত্র টেস্টের ১৭ সদস্যের দলে আছেন তিনি। নিউজিল্যান্ড সিরিজের পর এ সিরিজ দিয়ে ছোট সংস্করণের ক্রিকেটেও ফিরছেন সাকিব।


বুধবার (২৩ জুন) জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণের দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, সেরা খেলোয়াড়কে তিন সংস্করণে পাচ্ছি, এটা আমাদের জন্য ইতিবাচক দিক। দলও এতে মানসিকভাবে চাঙা হবে। আশা করছি সাকিবের কাছ থেকে অনেক ভালো পারফরম্যান্স পাব। দলের পারফরম্যান্সও ভালো হবে ইনশা আল্লাহ।


জিম্বাবুয়েতে একমাত্র নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার শামীম হোসেন। সাম্প্রতিক ফর্ম শামীমের জাতীয় দলের দুয়ার খুলে দিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে ১০ ইনিংসে ১৪৯ স্ট্রাইকরেটে ১৮১ রান করেছেন এই তরুণ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com