শিরোনাম
করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটার
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২১, ০৮:১৬
করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটার। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।


হাসপাতালটির উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।


হাসপাতালের একটি সূত্র জানায়, সম্প্রতি বাতিল হওয়া বাংলাদেশ নারী ও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের মধ্যকার সিরিজে ছিলেন এই পাঁচ ক্রিকেটার। এর মধ্যে লিয়া জনস ও সিনালো জাফটা গত ম্যাচে দলে ছিলেন। জনস চতুর্থ ম্যাচে একটি উইকেটও পেয়েছিলেন।


আক্রান্ত বাকি ৩ ক্রিকেটার হলেন, মাতসিপি মারসিয়া লেটসালো, নবোলুমকো বেনেতি ও রবেইন সিয়ারলে।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ চলাকালে আক্রান্ত ওই ৫ জনসহ নারী ক্রিকেটাররা সিলেটের রোজভিউ হোটেলে অবস্থান করছিলেন। সোমবার বেলা ২টায় বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com