শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১২
শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিনের শুরুতে সূচকের উর্ধ্বগতি থাকলেও, দিনের শেষে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সূচকের পতন হলেও লেনদেনের গতি বিনিয়োগকারীদের মাঝে আশা জাগিয়ে তুলেছে।


দীর্ঘদিন লেনদেনে মন্দাভাবের কারণে শেয়ারবাজারে তারল্য সংকট দেখা দিয়েছিল। কিন্তু গেলো কয়েকদিন ক্রমাগত লেনদেন বৃদ্ধির কারণে বাজারে তারল্য বৃদ্ধি হচ্ছে। তারল্যের এমন গতি অব্যহত থাকলেও বাজার ক্রমাগত সামনের দিকে এগিয়ে যাবে আশা করছেন বিনিয়োগকারীরা।


তবে দীর্ঘদিন বাজার মন্দা থাকার পর আজ লেনদেন গতি ভালো থাকার কারণে দিনের শুরু থেকেই শেয়ারদর বেড়েছিল বেশিরভাগ কোম্পানির। আর এই সুযোগে বেশিরভাগ বিনিয়োগকারীই শেয়ার বিক্রি করে মুনাফা তুলার সুযোগ গ্রহণ করেছে।


আজকের বাজার পর্যালোচনা:


এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৬ পয়েন্টে।


এদিন ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩ টির, দর কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১ টির। ডিএসইতে ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবস থেকে ৬৫ কোটি ৬২ লাখ টাকা কম। গেল কর্মদিবস দিন লেনদেন হয়েছিল ৬৮৭ কোটি ১২ লাখ টাকার।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৬ পয়েন্টে। আজ সিএসইতে ১৭৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ৩৭টির দর বেড়েছে, কমেছে ৬৩টির এবং ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


দর বৃদ্ধি: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৩ টির দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে হাওয়েল টেক্সটাইলের। এর আগের কর্মদিবসে বৃহস্পতিবার হাওয়েল টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৪৮ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৫২ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো: লিব্রা ইনফিউশনের ৬.২২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৮৪ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৫.৮০ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫.৪৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ৪.৯৩ শতাংশ, যমুনা অয়েলের ৩.২৩ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৩.২২ শতাংশ, এম্বি ফার্মার ৩.১৬ শতাংশ এবং আনলি মায়ার্ন ডেয়িং লিমিটেডের ২.৮৯ শতাংশ দর বেড়েছে।


দর পতন: নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৫ টির দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। এর আগের কর্মদিবসে বৃহস্পতিবার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩০৮ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৯৪ টাকা ২০ পয়সা । আজ কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা বা ৪.৫৪ শতাংশ কমেছে।


অন্যান্য কোম্পানিগুলো হলো: মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৪.১৫ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৩.৫৮ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৩.৪৭ শতাংশ, সি পার্ল হোটেলের ৩.৪৬ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৩.৪৪ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩.৪১ শতাংশ, ই- জেনারেশনের ৩.২৭ শতাংশ, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ৩.০৭ শতাংশ এবং প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের ২.৯৬ শতাংশ দর কমেছে।


বিবার্তা/এমএ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com