শিরোনাম
গিগাবাইটের ১২৮ জিবি নতুন এসএসডি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৮, ১১:০৫
গিগাবাইটের ১২৮ জিবি নতুন  এসএসডি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিখ্যাত মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড নির্মাতা গিগাবাইট বাজারে নিয়ে আসল তাদের নতুন এসএসডি গিগাবাইট এম .২ পিসিআই ই ১২৮ জিবি।


এম.২ ইঞ্চি ফর্ম ফেক্টরের এই এসএসডিটি বর্তমানে ১টি ভার্সনে পাওয়া যাচ্ছে যেটি ১২০ গিগাবাইটের।


আর এটি ১১০০ মেগাবাইট সেকেন্ডে রিড করতে ও ৫০০ মেগাবাইট পার সেকেন্ডে রাইট করতে সক্ষম।


এর নতুন ফিচার হলো- হোস্ট মেমরি বাফার (HMB), যা পিসিআই এক্সপ্রেসকে এসএসডিগুলি পিসি সিস্টেমে কিছু ডির‍্যাম (ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস) ব্যবহার করার অনুমতি দেয়, আগে যার জন্য নিজস্ব ডির‍্যাম আনতে এসএসডি প্রয়োজন হত ।


গিগাবাইট এম.২ পিসিআই এসএসডি ২.৫ সাটা এসএসডি তুলনায় দ্রুত তথ্য স্থানান্তর করতে পারে।


এছাড়াও এতে থাকছে সর্বোচ্চ ৩ বছরের ওয়ারেন্টি।


সাধারণ হার্ডডিস্কের তুলনায় এম. ২ পিসিআই ই এর গতি অনেকটাই বেশি ফলে এতে কম সময়েই অনেক কাজ করা যায়।


তাই কম্পিউটারের গতি বাড়াতে চাইলে গিগাবাইটের এই এস এস ডি আপনার জন্য একটি ভাল সমাধান হতে পারে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com