শিরোনাম
‘ফার্স্ট ড্রাইভ’ রাজপথে আসছে ১৫ আগস্ট
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১২:০৮
‘ফার্স্ট ড্রাইভ’ রাজপথে আসছে ১৫ আগস্ট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মোবাইল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা নিয়ে হাজির হচ্ছে আরেকটি রাইড শেয়ারিং কোম্পানি ‘ফার্স্ট ড্রাইভ’।


আগামী ১৫ তারিখ থেকে রাজপথে সেবা দেওয়া শুরু করবে নতুন এই উদ্যোগটি।


কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর সুপ্তি রয় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, ঢাকায় মোটরসাইকেল ও গাড়ি এ দুটি যানের রাইড সেবা পাওয়া যাবে। শিগগিরই ‘ফার্স্ট ড্রাইভ’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।


তিনি আরও জানান, সেবা প্রদানে ইতোমধ্যে গাড়ি ও মোটরসাইকেল নিবন্ধন শুরু করা হয়েছে। ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারের বাসিন্দারা এই সেবা ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে অ্যাপটির মাধ্যমে চট্টগ্রাম ও সিলেটের বাসিন্দারাও রাইড সেবা পাবেন।


ঢাকায় এখন বেশ কয়েকটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ও ভাই, ও বোন, সেবা, উবার, পাঠাও, আমার রাইড, বাহন, এমইউভি, চলো ও স্যাম।


বিবার্তা/উজ্জ্বল/গমেজ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com