‘মন্দিরে হামলা’ নিয়ে ভিডিওটি বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গের: রিউমার স্ক্যানার
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৪
‘মন্দিরে হামলা’ নিয়ে ভিডিওটি বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গের: রিউমার স্ক্যানার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ ‘বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে’-এমনটি দাবি জানিয়ে একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম ‘আরটি ইন্ডিয়া’। তবে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার।


২ ডিসেম্বর, সোমবার ভিডিওটি সম্পর্কে রিউমার স্ক্যানার এক ফেসবুক পোস্টে জানায়, বাংলাদেশের বলে দাবি করা ওই ভিডিওটি প্রকৃতপক্ষে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি কালীমন্দিরের।


রিউমার স্ক্যানার বলেছে, মন্দিরে হামলা–ভাঙচুরের ওই ভিডিও ফুটেজ মন্দিরে হামলা কিংবা ভাঙচুরের নয়। বরং বর্ধমানের মন্দিরের ধর্মীয় আচার পালনের ভিডিও এটা। এটাকে বাংলাদেশের মন্দিরে ভাঙচুরের ভিডিও হিসেবে প্রচার করা হয়েছে।


তাদের টিম অনুসন্ধানে জানতে পারে, প্রচারিত ভিডিওটি বাংলাদেশে মুসলিম কর্তৃক হিন্দুদের মন্দিরে হামলা করে প্রতিমা ভাঙচুরের নয়। এমনকি ভিডিওটি বাংলাদেশেরই নয়, ভারতের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ সুলতানপুর গ্রামে প্রতিমা বিসর্জনের দৃশ্য এটি।


রিউমার স্ক্যানারের অনুসন্ধানে ‘রঘুব সাথী’ নামক একটি ভারতীয় ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৩০ নভেম্বর প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।


উক্ত পোস্টে হ্যাশট্যাগ হিসেবে ‘সুলতানপুর কালীমাতা নিরঞ্জন’ উল্লেখ করা হয়। এর সূত্রে অনুসন্ধানে ‘dey_raghu’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ৩০ নভেম্বরই প্রচারিত আরেকটি ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়।


উক্ত পোস্টে বলা হয়, সুতলানপুর ১২ বছর অন্তর কালীমাতা নিরঞ্জনের দৃশ্য এটি। ভারত বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে মন্দির ও মূর্তি ভাঙার মিথ্যা তথ্য প্রচার করছে বলেও উল্লেখ করে রিউমার স্ক্যানার।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com