গুচ্ছ করে বিভিন্ন চ্যাট সাজাতে ‘কাস্টম লিস্ট’ নামে নতুন একটি সুবিধা এনেছে তাৎক্ষণিক বার্তা বিনিময়ের মাধ্যম হোয়াটসঅ্যাপ।
এ সুবিধার ফলে ব্যবহারকারীরা তাদের চ্যাটবক্সে থাকা বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথোপকথন ও গ্রুপ চ্যাট আলাদা আলাদা গুচ্ছে সাজাতে পারবেন।
ফলে চ্যাট ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি অন্যকে সহজে বার্তা পাঠানোও যাবে।
হোয়াটসঅ্যাপ বলছে, কাস্টম লিস্ট সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা এখন নিজের পছন্দমতো বিভাগ তৈরি করতে পারবেন।
পরিবার, কর্মক্ষেত্র কিংবা এলাকার স্থানীয় গ্রুপের জন্য একটি আলাদা তালিকা তৈরি করতে পারবেন। এসব তালিকায় প্রাসঙ্গিক ব্যক্তির চ্যাট বা গ্রুপ চ্যাট অন্তর্ভুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারী প্রয়োজনের সময় সহজেই গুরুত্বপূর্ণ আলাপচারিতায় মনোযোগ দিতে পারবেন। এতে একসঙ্গে অনেক চ্যাটের মধ্য থেকে প্রয়োজনীয় চ্যাট খুঁজে বের করা আরও সহজ হবে।
কাস্টম লিস্ট তৈরি করতে চ্যাট ট্যাবের ওপরের ফিল্টার বারে থাকা ‘+’ আইকনে ক্লিক করে নতুন তালিকার নাম দিতে হবে। এরপর সেটিতে প্রাসঙ্গিক চ্যাট (ব্যক্তিগত ও গ্রুপ) যুক্ত করতে হবে।
প্রয়োজন অনুযায়ী পুরোনো তালিকা সম্পাদনাও করা যাবে। ফলে ব্যবহারকারীরা তাঁদের যোগাযোগের প্রয়োজন অনুযায়ী লিস্ট পরিবর্তন করতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]