যে কারণে কম্পিউটারের কিবোর্ডের স্পেসবার বড়
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৭
যে কারণে কম্পিউটারের কিবোর্ডের স্পেসবার বড়
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

কম্পিউটার বা ল্যাপটপের স্পেসবার সবচেয়ে বড় কেন ? কখনো ভেবেছেন কি?


কিবোর্ডের স্পেস বারটি প্রায়ই লিখিত পাঠ্যে শব্দগুলোকে আলাদা করার উপায় হিসাবে ব্যবহৃত হয়। আপনি যদি কখনও কিবোর্ডে কাজ করে থাকেন তবে মনে রাখবেন যে আমরা সবাই আমাদের থাম্ব দিয়ে স্পেস বার প্রেস করতে পারি।


স্পেস বারটি সবচেয়ে বড় কারণ এটি দুইটি হাত দিয়ে চাপার জন্য ডিজাইন করা হয়েছে। টাইপিং কনফিগারেশন সম্পর্কে কথা বলতে, আপনার বাম তর্জনী যদি ‘F’-এ থাকে এবং আপনার ডান আঙুল ‘J’-এ থাকে, তাহলে আপনার উভয় থাম্ব স্পেস বারে চাপ দিতে পারে।


স্পেস বারকে একটি গুরুত্বপূর্ণ বাটনও বলা যেতে পারে, কারণ স্পেস ছাড়া শব্দ বোঝা যায় না। ভাবুন, কিবোর্ডে যদি স্পেস বারটি বড় না রাখা হয়, তাহলে আপনাকে বারবার এটি প্রেস করতে একটি হাত বাড়াতে হবে এবং এটি আপনার টাইপ করার গতি কমিয়ে দেবে। তাই স্পেস বারটি আকারে বড় রাখা হয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com