'ই-ক্যাব ইয়ুথ ফোরাম'র ই-কমার্স বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১৬:৩১
'ই-ক্যাব ইয়ুথ ফোরাম'র ই-কমার্স বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ই-ক্যাব ইয়ুথ ফোরামের আয়োজনে ‘হাউ টু স্টার্ট এন ই-কমার্স বিজনেস’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এটি তাদের প্রথম ওয়ার্কশপ, যা কিনা সিরিজ আকারে চলতে থাকবে।


সম্প্রতি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বনানী ই-ক্যাব অফিসে কর্মশালাটি সম্পন্ন হয়। ই-ক্যাব ইয়ুথ ফোরামের চেয়ারম্যান মোহাম্মাদ রাকিব হাসান নতুন উদীয়মান তরুণ উদ্যোক্তাদের ই-কমার্স বিজনেসের খুঁটিনাটি বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিয়েছেন।


ওয়ার্কশপের আলোচিত বিষয়বস্তু হলো:


১) কি কি বিষয় চিন্তা করে উদ্যোক্তারা বিজনেস নাম নির্বাচন করবে এবং সেই নামের জন্য কোথায় থেকে কি ধরনের ডোমেইন, হোস্টিং নিবে, হোস্টিং এর ব্যান্ডউইথসহ এ ধরনের গুরুত্বপূর্ন বিষয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা দেয়া হয়।


২) কেমন ওয়েবসাইট তৈরি করা উচিত, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরীর সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়।


৩) বিজনেসের জন্য প্রফেশনাল ফেসবুক পেইজ সেটআপ।


৪) কাস্টমার বিহেভিয়ার, কাস্টমার হ্যান্ডেলিং, কাস্টমার সাপোর্ট এবং কাস্টমারের আস্থা অর্জন।


৫) ডেলিভারি প্রসেস, রিটার্ন এবং রিফান্ড পলিসি।


৬) প্রোডাক্ট সোর্সিং, প্রমোশন ও লজিস্টিকস সাপোর্ট।


৭) কিভাবে ছোট থেকে শুরু করে নিজের বিজনেস কে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করবে।


৮) পেমেন্ট গেটওয়েসহ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সফলভাবে ওয়ার্কশপটি শেষ হয়।


উল্লেখ্য, ট্রেইনার হিসেবে ই-ক্যাব ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মাদ রাকিব হাসান নিজেই ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই নিয়মিত ই-ক্যাব আয়োজিত বিভিন্ন ট্রেনিংগুলোর একজন ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।


এটি একটি নলেজেবল ওয়ার্কশপ ছিলো। এই ওর্য়াকশপের মাধ্যমে তারা বিজনেসের বিভিন্ন ফ্যাক্টর, রিস্ক এবং ইনভেস্টমেন্টসহ যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তারিত ধারনা পেয়েছেন যা ই-কমার্স সেক্টরে তাদের বিজনেস শুরু করতে অনুপ্রাণিত করেছে এমনটিই জানিয়েছেন অংশগ্রহণকারী প্রত্যেকেই। ওয়ার্কশপ শেষে তাদের সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com