যে সুন্নত আমলে গুরুত্ব দিলে অন্য আমল হবে সহজ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫২
যে সুন্নত আমলে গুরুত্ব দিলে অন্য আমল হবে সহজ
ধর্ম ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাজের ভিড়ে মানুষ ইবাদতে মগ্ন হতে ও আমল করতে একেবারে ভুলে যান। অথচ দৈনন্দিন ব্যস্ততার পাশাপাশি এমন কিছু আমল করা জরুরি যা সহজ এবং পরকালের আমলনামা ভারী করতে সহায়ক হবে।


এমন কিছু সুন্নত আমল আছে যেগুলোর প্রতি প্রতিদিন গুরুত্ব দিলে পুরো দিন অন্য সব আমল করা সহজ এবং এর মাধ্যমে আমলের প্রতি এক ধরনের ভালোবাসও তৈরি হবে।


পারস্পরিক সম্পর্কগুলোও মজবুত হবে। এমন তিনটি সুন্নত আমল হলো-


১. বিশুদ্ধ উচ্চারণে সবার আগে সালাম দেওয়া এবং বেশি বেশি সালাম দেওয়া। সবার মাঝে সালামের প্রচার-প্রসার ঘটানো। (মুসলিম শরিফ, হাদিস, ৫৪, তিরমিজি, হাদিস, ২৬৯৯)


২. প্রতিদিন প্রত্যেক ভালো কাজে ডান দিককে প্রাধান্য দেওয়া। যেমন- মসজিদ ও ঘরে প্রবেশের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো এবং নিম্নমানের কাজের ক্ষেত্রে বাম দিক ব্যবহার করা।


৩. বেশি বেশি আল্লাহ তায়ালার জিকির করা এবং মাসনূন দোয়া পড়া। (সূরা আহজাব, আয়াত, ৪১, মুস্তাদরাক, হাদিস, ১৮৩৯)


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com