ভারতের সাথে আপস হবে না: ফেনীতে মঞ্জু
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১
ভারতের সাথে আপস হবে না: ফেনীতে মঞ্জু
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রতিবেশী দেশ ভারত ফেলানীর লাশ ঝুলিয়ে রাখে অথচ শেখ হাসিনাকে আরামে রাখে। পানি দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করে আমাদের ডুবিয়ে মারতে চায় ভারত। তাই এই ভয়ংকর প্রতিবেশীর সাথে কোন আপস হবে না।


৭ ডিসেম্বর, শনিবার বিকেলে ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে জেলা এবি পার্টির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মঞ্জু বলেন, শহীদ শ্রাবনের নামে ফেনীতে মেডিকেল কলেজ করতে হবে, শমসের গাজীর নামে ফেনীতে ক্যান্টনমেন্ট স্থাপন করতে হবে। এবি পার্টির ক্ষমতায় আসলে দেশে কোন বেকার থাকবেনা। বেকার যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।


সমাবেশে এবি পার্টির ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল।


বিবার্তা/মনির/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com